সাফিউল ইসলাম রকি নওগাঁ মান্দা প্রতিনিধি :
নওগাঁর মান্দায় সবুজ বাংলা সার্বিক গ্রাম উঃ সঃ সমমিত উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ।
খেলায় অংশগ্রহণ করেন দুটি দল 3 স্টার ক্লাব ফতেপুর মান্দা এবং ফ্রেন্ড ফুটবল একাদশ আত্রাই । এ সময় দিক নির্দেশনা মূলক বক্তব্য দিয়ে খেলা উদ্বোধন করেন ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং প্রধান শিক্ষক জনাব জাহাঙ্গীর আলম ।
প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রোকনুজ্জামান রনি আমন্ত্রনে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ধারাবর্ণনায় ছিলেন ক্রীড়া ধারাভাষ্যকার মাহাবুব রহমান নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা। এবং নুরুজ্জামান ভোলা ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রভাষক নুরুল ইসলাম মান্দা সরকারী কলেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম সাবেক চেয়ারম্যান ১৪ নং বিষ্ণু পুর ইউনিয়ন পরিষদ। প্রভাষক আরিফুল ইসলাম মান্দা উত্তরা কলেজ জিয়াউর রহমান মান্দা নওগাঁ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সুপার আবুল হুসাইন হাট কালু পাড়া । ও সাংবাদিক সাফিউল ইসলাম রকি
খেলায় 3 স্টার ক্লাব ফতেপুর মান্দা – বনাম ফ্রেন্ড ফুটবল একাদশ আত্রাই মধ্যে আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়েই খেলার প্রথমার্ধ শেষ হয় ০২ গোল দেয় 3 স্টার ক্লাব ফতেপুর মান্দা । খেলার দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটের ফ্রেন্ড ফুটবল একাদশ আত্রাই সুযোগকে কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত ০১ গোলের দেখা পায় ফ্রেন্ড ফুটবল একাদশ আত্রাই । খেলা শেষে ৩-১গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে খেলায় 3 স্টার ক্লাব ফতেপুর মান্দা খেলোয়াড়েরা ।
খেলা শেষে বিজয় এবং রানার্সআপ দের হাতে ট্রফি তুলে দেন ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ।