এস এম খলিলুর রহমান, খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
২৫ আগস্ট ২০২১ বুধবার সকাল ১০ টা ৪০ মিনিটের দিকে নড়াইলের পুলিশ সুপারের কার্যালয়ে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সকল অফিসারসহ আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে মতবিনিময় করেন। নড়াইল জেলার পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার)। মতবিনিময়ের সময় পুলিশ সুপার সকল থানার এলাকায় কোন রকম দাঙ্গা-হাঙ্গামা, কাইজ্জা, মারামারি যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখতে এবং মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে প্রত্যেকটি গোয়েন্দা (ডিবি) পুলিশের টিমকে সতর্ক থাকতে নির্দেশনা দেন।
পুলিশ সুপার আরোও বলেন, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরন করে মাদকমুক্ত নড়াইল জেলা গড়ার প্রতি সকলকে আহ্বান জানান। এ সময় তিনি মাদকদ্রব্য গাঁজাসহ আসামী গ্রেফতার করার জন্য পুরস্কার স্বরূপ গোয়েন্দা (ডিবি) টিম-১ এর এসআই (নিঃ) দেবব্রত চিন্তাপাত্র এর হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন। এ ছাড়া পুলিশ সুপার আরোও বলেন, ভালো কাজের জন্য পুরস্কার এবং মন্দ কাজের জন্য তিরস্কার।
এছাড়া কোন পুলিশ সদস্য যাতে কোন প্রকার অনৈতিক কাজে লিপ্ত না হয়, সেজন্য তিনি সকল পুলিশ সদস্যদের সতর্ক করেন ও দিক নির্দেশনা প্রদান করেন।