মোঃ আল আমিন সিংড়া ঃ
নাটোরের সিংড়ায় ১ নং সুকাশ ইউনিয়নে ছাত্র লীগের বার্ষিক সম্মেলন সফল ভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় বোয়ালিয়া হাইস্কুল মাঠে সম্মেলন সফল করতে হাজার ছাত্র জনতা এসে মাঠে উপস্থিত হয়।
সিংড়া উপজেলা ছত্রলীগের সভাপতি খালিদ হাসান বলেন, আমরা একতাবদ্ধ হয়ে চলবো।সকল বিষয়ে পরিক্ষা দিয়েই পরিক্ষায় উত্তির্ন হতে হবে, এবং তিনি সকল প্রাথীকে শফথ বাক্য পাঠ করান।
উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল বলেন, সাবেক ছাত্র লীগের সাথে পরামর্শ করে কাজ করবেন। এবং সাবেক নেতাকর্মীদের সম্মান করবেন।
ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক হালিম মোহাম্মদ হাসমত বলেন,ছোটবেলা থেকেই বুকে ছাত্র লীগ ধারণ করেছি, সকল প্রোগ্রামে অংশগ্রহন করছি,অনেক সংগ্রাম করে ছাত্র লীগেকে সুকাশে টিকিয়ে রাখা হয়েছে। সবাই পদ পাবে না, তবে সবাই একতা হয়েই কাজ করতে হবে।
সুকাশ ইউনিয়নে চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, আপনারা এমন ছাত্রলীগ গঠন করবেন না যারা মানুষকে সম্মান করে না, সে ছাত্র লীগ আমরা চাই না , আপনারা এমন ছাত্র লীগ গঠন করবেন যাতে ছাত্র লীগ ধন্য হয়,। এছাড়াও আরো অনেক নেতাকর্মী বক্তব্য রাখেন।
আলহাজ্ব আরিফুল ইসলাম আরিফ এর সভাপতিত্বে , অনুষ্ঠান সঞ্চালন করেন ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক।
উপস্থিত ছিলেন, উপজেলার ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৩ নং ইতালি ইউনিয়নে চেয়ারম্যান আলহাজ্ব আরিফুল ইসলাম আরিফ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ৮ নং শেরকোল ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর হাবীব রুবেল, সিংড়া উপজেলার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রাজু আহমেদ নাজিম, সিংড়া উপজেলার যুগ্ন সাধারণ সম্পাদক ও ১০ নং চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভোলা, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, সিংড়া উপজেলার ভাইস চেয়াম্যান কামরুল হাসান (কামরান) , সরকারি গোল ই আফরোজ কলেজের ভিপি জুয়েল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আন্জুমান আরা, সাবেক ছাত্র লীগের নেতা আনিছুর রহমান লিখন, উপজেলা ছাত্র লীগের সভাপতি খালিদ হাসান, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল, উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক রওনক হাসান হারুন, ১ নং সকুশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজাহারুল ইসলাম,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক হালিম মোহাম্মদ হাসমত, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল জলিল, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ফরিদুল ইসলাম (ফরিদ),চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন,চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেন মোফা, ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি আব্দুল আউয়াল, যুবলীগের সভাপতি আলম হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ও ইউনিয়নের সকল নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।