নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ থেকে নির্বাচিত সাবেক চারবারের এমপি, বীরমুক্তিযোদ্বা সদ্য প্রয়াত খুররম খান চৌধুরী স্মরণে তার আত্মার মাগফেরাত কামনায় ময়মনসিংহের নান্দাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (১ আগষ্ট) সন্ধ্যায় ১১ নং খারুয়া ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে খারুয়া বাজার ময়দানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১১ নং খারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো.ওয়ালিউল্লাহর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. জিয়াউদ্দিন শাহীন।
আরো বক্তব্য রাখেন,খারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.রেজাউল করিম,উপজেলা তৈলজীবী দলের সভাপতি মো.আঃ রাশিদ, ইউনিয়ন যুবদল নেতা ফজলুল হক,ছাত্রদল নেতা জাবির হোসেন সোহাগ প্রমুখ।
দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সুধীজন ও বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য,গত ১৭ জুলাই বিকাল ৫ টা ৪৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপির এই প্রবীণ নেতা খুররম খান চৌধুরী।