মোঃ গোলাম মোস্তফা, নান্দাইল (ময়মনসিংহ):
ময়মনসিংহের নান্দাইলে দ্রুত করোনা
ভাইরাসের সংক্রমণ বাড়ছে।পরপর ২ দিনে উপজেলায় ২৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার (৭ জুলাই) ২ জন শিশু সহ ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।আগেরদিন মঙ্গলবারও ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানায়,২৩ টি নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ ফলাফল এসেছে ১৪ জনের। শনাক্তের হার ৬১ শতাংশ।এটি নান্দাইলে পরপর ২ দিন সর্বোচ্চ করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন এ পর্যন্ত নান্দাইলে
করোনায় আক্রান্ত হয়েছেন ১৮৪ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১১১ জন। চিকিৎসাধীন ৭০ জন। (হাসপাতালে ৫ জন)। করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর রশীদ বলেন,করোনা সংক্রমণরোধে সবাইকে সচেতন হতে হবে।তা নাহলে সংক্রমণ বেড়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।তিনি বলেন, আমরা সকলকে করোনা টেস্ট করতে উদ্বুদ্ধ করছি।