মোঃ গোলাম মোস্তফা নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে ওয়ার্ল্ড ভিশন কর্তৃক ৫৯৫ জন শিশুর পরিবারের মাঝে মশারি বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সরকারী শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র ৫৯৫জন শিশুর পরিবারের মাঝে এই মশারি বিতরণ করা হয়।
ওয়ার্ল্ড ভিশন নান্দাইল এরিয়া অফিসের প্রোগ্রাম ম্যানেজার সুমন রুরাম এর সভাপতিত্বে ও উজ্জ্বল প্যাটিক কোড়াইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মো.রফিক উদ্দিন ভূইয়া, সরকারী শহীদ স্মৃতি আদশ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাদল কুমার দত্ত প্রমুখ।