মোঃ গোলাম মোস্তফা, নান্দাইল (ময়মনসিংহ) :
ময়মনসিংহের নান্দাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ আগষ্ট ) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহফুজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্ঠা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.হাসান মাহমুদ জুয়েল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজসেবা অফিসার মো.ইনসান আলী, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ, সাবেক ইউপি চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম রেণু, সাংবাদিক এনামুল হক বাবুল, অরবিন্দ পাল অখিল, শামছ-ই- তাবরীজ রায়হান,আলম ফরাজী প্রমুখ।
সভায় সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম ভ্ইুয়া ও বীরমুক্তিযোদ্ধা হাজী গাজী আব্দুস সালাম ভূইয়া(বীর প্রতীক) এর মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহন এবং পৌরসভায় সিসি ক্যামেরা স্থাপন করায় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন,পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়াকে অভিনন্দন জানানো হয়। সভায় মাদক, জুয়া,বাল্যবিবাহ প্রতিরোধ,পলিথিন মুক্ত নান্দাইল ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।