শেখ ফজলে রাব্বি জামালপুর ঃ
জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের বাদেচাঁন্দি এলাকায় অন্যমনস্ক হয়ে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে সোহাগ মিয়া (৩৫) নামে এক ফুটওয়্যার( জুতা ) নিহত হয়েছেন। নিহত সোহাগ ওই এলাকার জমশেদ আলীর ছেলে।
৬ মে শনিবার রাত ১২টার দিকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ৭৪৩ নং আপ ট্রেনে কাটা পড়ে ওই দোকান কর্মচারীর মৃত্যু হয়।
নিহতের স্ত্রী মলি আক্তার (২৭) জানান, আমার স্বামী সোহাগ মিয়া ২০১৩ সাল হতে যক্ষা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি যক্ষা রোগের বিভিন্ন ঔষধ সেবন করে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন। সে রাতে চোখে একটু কম দেখতেন এবং কানেও কম শুনিতেন। শনিবার রাত ১২টার দিকে বাড়ির সামনে রেল লাইনের উপর দিয়ে অন্যমনস্ক হয়ে হাঁটার সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জামালপুর জিআরপি থানার ওসি গুলজার হোসেন জানান, নিহতের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।