সোহেল রানা,নীলফামারী প্রতিনিধি :
কোভিট সচেতনতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, সাবান ও মাস্ক বিতরণ করেছে, নীলফামারী জেলা পরিষদ। আজ ৫ সেপ্টেম্বর রবিবার দুপুরে , জেলা পরিষদ চত্বরে ১হাজার জনের মাঝে এই সুরক্ষা সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
তিনি এসময় বলেন, “করোনা প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন থেকে কাজ করতে হবে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশ প্রতিটি মানুষকেই মাস্ক পরিধান করতে হবে, সাবান দিয়ে হাত ধুতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।তিনি আরো বলেন, “জেলা পরিষদ সব বিপদ-আপদে জেলাবাসীর পাশে আছে এবং আগামীতেও যে কোনো প্রয়োজনে আমরা জনগনের পাশে থাকবো ইনশাল্লাহ।”
এসময় জেলা পরিষদের সকল সদস্য এবং কর্মকর্তা করমচারীরা উপস্থিত ছিলেন।