এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
৪ আগস্ট ২০২১ শনিবার সকাল ১১ টার দিকে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, তার হাতে গড়া প্রতিষ্ঠান নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে নড়াইল এক্সপ্রেস হেলথ কেয়ার সেন্টার ও শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতাল চত্বরে আলোচনা সভা, দোয়া ও কেট কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ইউনিয়নের ভলেন্টিয়ারদের নিয়ে মতবিনিময় সভা হয়।
ভার্চুয়াল মাধ্যমে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সভাপতি ও নড়াইল-২ সংসদ সদস্য এমপি মাশরাফি বিন মর্তুজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নড়াইল জেলা প্রশাসক হাবিবুর রহমান, উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায়, ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন, নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মুন্সী আসাদুজ্জমান, নড়াইল জেলা সিভিল সার্জন ডাঃ নাসিমা আক্তার, জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দীন খাঁন নিলু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোলাম মুর্তজা স্বপন, শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক হাসপাতালের সভাপতি এ্যাডভোকেট আব্দুল মুকিত লাভলু, সাধারণ সম্পাদক শরীফ আশরাফুজ্জমান ঝন্টু, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম অনিক প্রমুখ।
অতিথিবৃন্দের উপস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানের পরবর্তী সেখানে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সদর ও লোহাগড়া উপজেলার ২২টি ইউনিয়নের ভলেন্টিয়ারদের নিয়ে সাংগঠনিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর থেকে “নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন” প্রতিষ্ঠার পর থেকে স্বল্প খরচে ফ্রী স্বাস্থ্য সেবা প্রদান, তৃণমূল পর্যায় হতে ক্রিকেট, ফুটবল ও ভলিবল খেলোয়াড় খুঁজে এনে তাদের প্রশিক্ষণ, ফিটনেস সেন্টার নির্মাণ, মহামারি করোনা ভাইরাস মোকাবিলায় করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ, করোনা ভাইরাস নমুনা সংগ্রহে আর্থিক সহায়তা প্রদান, অক্সিজেন সেবা প্রদান, প্রায় ১০ (হাজার) মানুষকে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান, পরিবেশ রক্ষার্থে ডাস্টবিন স্থাপন, সোলার লাইট বিতরণ, দরিদ্র কষকদের মধ্যে কৃষি বীজ বিতরণ, নড়াইল বাসীর সার্বিক নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন সেবা মূলক কাজ করে আসছে।