বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৮ পূর্বাহ্ন
Headline :
আত্মসম্মান নিয়ে বাঁচতে চাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেন শনার্স সমিতির,, আহবানে সাতদফা দাবীতে,, সমাবেশ ও মুখ্য সচিবের নিকট ডেপুটেশন ওয়েস্ট বেঙ্গল প্রদেশ ইউথ কংগ্রেসের ডাকে ,, কলকাতা কর্পোরেশন ঘেরাও ও অভিযান নীলফামারীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ জনের মধ্যে ১ জনের লাশ উদ্ধার পীরগঞ্জের ভোমরাদহ ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত শহীদ মোহাম্মদ ময়েজউদ্দিনের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা পটিয়ায় টেম্পু সমিতির উদ্যোগে জশনে জুলুছ নাটোরের সিংড়ায় নসিমন মোটরসাইকেল সংঘর্ষ, নিহত-১ পটিয়া পৌরসভা শ্রমিকলীগের বেসিক সংগঠন ব্যাটারী চালিত রিকশা শ্রমিকলীগের কমিটি গঠন নিমিষেই শেষ হলো স্বপ্নের কাঠের ব্রিজ রূপগঞ্জে জোরপূর্বক জমি দখলের পায়তারা ॥ প্রাণনাশের হুমকি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ গাজীপুরে ভুয়া ডাক্তার কে কারাদণ্ড দিলেন মোবাইল কোর্ট, শ্রীপুরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত মোল্লাহাটে মুক্তিযুদ্ধার বাড়িতে তালা ভেঙে চুরি অল ইন্ডিয়া অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস অ্যাওয়ারনেস এন্ড প্রটেকশন এর পরিচালনায়,,দশম তম বার্ষিক সভা ২০২৩ শ্রীমতী ডালিয়া মুখার্জীর পরিচালনায়, বরানগরে রক্তদান উৎসব ২০২৩ অনুষ্ঠিত নীলফামারীতে গাজা সহ আটক ২ কাপাসিয়ায় পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু প্রয়াত সাংবাদিক বকুলের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত “জীবননগর থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ৭২বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার ১” আকাশ পথে ঘুরে আসলেন শিক্ষার্থীরা শ্রীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন । শ্রীপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল পটিয়া সাতগাউসিয়া দরবারের উদ্যোগে যুব কনফারেন্সে বক্তারারাসুল (সঃ) ও আউলিয়া  কেরামের আদর্শ অনুসরণ করতে হবে পটিয়ায় মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ উদ্যোগে জশনে জুলুশ ও ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহফিল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার হাসপাতাল ব্যবস্হাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়- ২০২৩ রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত গাজীপুর সদরে ইয়াবা সহ তিনজন গ্রেফতার ইসলামপুরে বাতিঘরের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
নিয়োগ বিজ্ঞপ্তি:

নড়াগাতীতে জমি দখলের হুমকি সুদখোরের দেওয়া হুমকিতে দিশেহারা মুক্তিযোদ্ধা পরিবার

মোঃ বাবলু মল্লিক , কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের নড়াগাতী থানার বাগুডাঙ্গা গ্রামে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান প্রবাসী হুমায়ুন কবির (৪১) চিহ্নিত সুদখোর একই গ্রামের ছাকেন মোল্যার ছেলে আকি মল্যার (৪৫) দেওয়া হুমকিতে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী হুমায়ুন কবির ২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সুদখোরের হাত থেকে জমি ও নিজ পরিবারকে রক্ষা করার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদন দাখিল করেছেন। হুমায়ুন কবির ওই গ্রামের মোঞ্জেল শেখের ছেলে এবং বীর মুক্তিযোদ্ধা শেখ সামসুল হকের ভাইপো।
আবেদন ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, প্রায় দেড় বছর পূর্বে হুমায়ুন কবিরের বড় ভাই নজরুল শেখের ষ্ট্রোক জনিত কারণে মৃত্যু হলে সুদখোর আকি মোল্যা জানায় ৩ বছর পূর্বে নজরুল শেখ ফাঁকা ষ্ট্যাম্প মূলে তার কাছ থেকে সুদ বিনিময় মূল্যে ৬০ হাজার টাকা ধার নেন এবং ওই টাকা সুদসহ দাবী করেন। তখন প্রবাসে থাকা হুমায়ুন কবির ফোনের মাধ্যমে বিষয়টি জেনে ভাইয়ের ঋণ নিজে পরিশোধের ভার নেন এবং করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত সময় চান। ৬ মাস পরে হুমায়ুন কবির সিঙ্গাপুর থেকে বাড়ী আসেন এবং আকি মোল্যার কাছে তার ভাইয়ের টাকা নেওয়ার প্রমান স্বরূপ ষ্ট্যাম্প দেখতে চাইলে তিনি দেখাতে অস্বীকৃতি জানান। আকি মোল্যারা প্রভাবশালী হওয়ায় হুমায়ুন কবির আপন ভাইয়ের মৃত্যু পূর্ব ঋণ নিয়ে বিতর্কে না গিয়ে সময় প্রার্থনা সাপেক্ষে পরিশোধের প্রস্তাব রেখে করোনা কালীন সময়ে কষ্টে যোগাড় করে ১ লা সেপ্টেম্বর আকি মোল্যাকে ১৫ হাজার টাকা প্রদান করেন। কিন্তু আকি মোল্যা এখনই তাকে সম্পূর্ণ টাকা না দিলে জমি দখলসহ শারীরিক নির্যাতনের হুমকি দেন। তারই প্রেক্ষিতে সুদখোরের অত্যাচার থেকে রক্ষা পেতে ইউএনও কালিয়ার সাহায্য কামনা করেছে মুক্তিযোদ্ধা পরিবার। এছাড়া নজরুল শেখের ষ্ট্রোক জনিত মৃত্যুর কারণ হিসাবে আকি মোল্যার অত্যাচারই দ্বায়ী বলে আবেদনে উল্লেখ করেছেন ভূক্তভোগী হুমায়ুন কবির। তিনি আরো জানান, আকি মোল্যার সুদে কারবারীর খপ্পরে পড়ে এলাকার অনেক মানুষ দেউলিয়া হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আকি মোল্যা সুদে টাকা দেওয়ার কথা স্বীকার করে বলেন, ৩ বছর পূর্বে হুমায়ুন কবির বিদেশে থাকাকালীন সমস্যায় পড়লে তার মুক্তিযোদ্ধা চাচা সামসু শেখ ও বড় ভাই নজরুল শেখ হুমায়ুনের প্রয়োজনে পরে ষ্ট্যাম্প দিবে বলে সাসসু শেখ নিজ হাতে ৬৫ হাজার টাকা নেয়। কিন্তু আজও ষ্ট্যাম্প দেয়নি। হুমায়ুন বাড়ী এসে ওই টাকা না দেওয়ায় কয়েকবার এলাকায় শালিসও হয়েছে। পরে ১ লা সেপ্টেম্বর আমাকে ১৫ হাজার টাকা দিয়েছে। বাকী টাকা না দেওয়া পর্যন্ত আমি তার জমি বন্ধক হিসাবে খেতে চেয়েছি। এছাড়া আকি মোল্যা এ প্রতিবেদককে আরো বলেন, আমি ইচ্ছা করলে হুমায়ুনের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করে বিদেশে যাওয়া বন্ধ করতে পারি।

এদিকে বীর মুক্তিযোদ্ধা সাসসু শেখ টাকার সত্যতা স্বীকার করে বলেন, আমি ওই টাকা ছুঁয়েও দেখিনি এবং তাকে ষ্ট্যাম্প দিব এমন কোন কথাও তার সাথে হয়নি। আকি মোল্যা নিজেই বলেছিল কাকা ৫ ওয়াক্ত নামাজ পড়ে এই সুদে টাকা ওনার হাতে দেওয়া যাবেনা বলে নজরুল শেখকে দেয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম বলেন, আজ বিকেলে হুমায়ুন কবির নামে এক ব্যক্তি এ সংক্রান্ত একটি আবেদন জমা দিয়েছেন। সমাজ সেবা অফিসারকে এ বিষয়ে তদন্তপূর্বক রিপোর্ট প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page