পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-
পটিয়া পৌর সদরের শশাংকমালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাত শিক্ষকের বদলির আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি সরদার মুহাম্মদ রাশেদ জাহাঙ্গীর ও মুহাম্মদ বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ১৩ জুন ওই বিদ্যালয়ের ১৭ জন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষকসহ সব শিক্ষককে একযোগে বদলি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তাদের মধ্যে সাতজন শিক্ষক বদলি আদেশ বাতিলের জন্য উচ্চ আদালতে রিট আবেদন করেন।রিটকারী সাত শিক্ষক হলেন- মৌসুমী দেব, সুমন দাশ, আকতার জাহান চৌধুরী, আকলিমা বেগম, মোহাম্মদ নাছের উদ্দিন, তাহমিনা আক্তার ও শর্মিলা দাশ।আবেদনকারীদের আইনজীবী রনজীত কুমার ধর জানান , পটিয়া পৌর সদরে শশাংকমালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম জেলা প্রশাসক, চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সাতজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি আদালত বদলীকৃত সাত শিক্ষকের বদলির আদেশ আগামী তিন মাসের জন্য স্থগিত করেছেন। উল্লেখ্য দীর্ঘদিন ধরে পটিয়া পৌর সদরের শশাংকমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হারুনুর রশিদ ও সহকারী শিক্ষিকা উম্মে হাবিবা চৌধুরী এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতির মধ্যে বিরোধ চলছিল। এতে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ১৩ জুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই বিদ্যায়ের ১৭ শিক্ষকের বদলির আদেশ দেওয়া হয়।