সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
বিশ্বব্যাপী করোনার প্রকোপ মোকাবেলায় চলছে লড়াই। করোনার এই ক্রান্তিলগ্নে যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মাদ বদিউল আলম করোনার শুরু থেকেই জনসচেতনতা তৈরি, আপদকালীন খাদ্য, বস্ত্র, সুরক্ষাসামগ্রীসহ প্রয়োজনীয় সবকিছু নিয়ে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এই ধারাবাহিকতার অংশ হিসেবে এবার পটিয়ায় করোনা প্রতিরোধক বুথ স্থাপন ও সংবাদপত্র হকারদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেন যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মাদ বদিউল আলম বদি।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে পটিয়া থানার মোড় চত্বরে আয়োজিত অনুষ্টানে পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ডিএম জমির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ব্যাংকার নুরুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পটিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইউনুচ মিয়া মেম্বার, যুবলীগ নেতা সুজন বড়ুয়া, সাইফুল ইসলাম শাহীন, তৌহিদুল আলম জুয়েল, সাইফুদ্দীন ভোলা, সাহাবুদ্দীন সাদি, উজ্জ্বল ঘোষ, সাইফুল ইসলাম জুয়েল, মো. সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন মানিক, জয়নাল আবেদিন রাফি প্রমুখ।এ সময় প্রধান অতিথির বক্তব্যে বদিউল আলম বলেন, আপদকালীন সময়ে আমি আপনাদের পাশে শুরু থেকেই আছি। আমার নেত্রী বিশ্ব মানবতার জননী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরাও জনগণের পাশে আছেন। এই আপদকালীন সময়ে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি মানুষের জন্য মানবতার জন্য কাজ করতে। তিনি আরো বলেন, মানুষের জীবিকার তাগিদে লকডাউন খুলে দেয়া হয়েছে। আপনারা শেখ হাসিনার ওপর ভরসা রাখুন, মাস্ক পরুন, সাবধানে সচেতনভাবে চলাফেরা করুন, টিকা গ্রহণ করুন। আমি সব সময় সব প্রয়োজনে শেখ হাসিনার নির্দেশে আপনাদের পাশে আছি এবং থাকব।