সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
চট্টগ্রামের পটিয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের আওতাধীন জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ (সিবিএ) উদ্যোগে ১৫ আগষ্ট ও ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে শোক সভায় পটিয়া বিদ্যুৎ অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ২৯ আগষ্ট রবিবার দুপুরে পটিয়া বিদ্যুৎ শ্রমিকলীগ সভাপতি
রনজিত কান্তি দেব এর সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি
চট্টগ্রাম মহানগর বিদ্যুৎ শ্রমিকলীগ সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরি সভাপতি লায়ন এম এ রহিম। বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটি’র সহ-সভাপতি আবদুল ওহাব,নজরুল ইসলাম বাচ্চু, যুগ্ন সম্পাদক জাফর সরকার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আশরাফ হোসেন, হুইপের বিদ্যুৎ সমন্বয়ক নাসির উদ্দিন পদ্মা, মহানগর সাধারন
সম্পাদক মো: জসিম উদ্দিন, সহ সভাপতি রায়হান কামাল, চ.প.ক. শাখার সাধারন
সম্পাদক তসলিম উদ্দিন, সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, আগ্রবাদ বিদ্যুৎ ভবন
শাখার সাবেক সভাপতি আবছার উদ্দিন, হাটাজাহারী বিদ্যুৎ কেন্দ্র সভাপতি
মোস্তাক আহমদ ভুইয়া, সাধারন সম্পাদক লষ্কর দে। পটিয়া বিদ্যুৎ শ্রমিকলীগ সাধারন সম্পাদক কামরুল হাসান বাবু’র পরিচালনায় অন্যান্যরের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যুৎ শ্রমিকলীগ নেতা ইউসুফ নবী টিপু, নাজিম উদ্দিন বাহাদুর,
আসহাব মিয়া, নবাব মিয়া, অজিত চৌধুরী, সিন্টু কুমার দাশ, শাহজাহান, আবুল মোতালেব বাবুল, আবদুল মন্নান, পৌরসভা শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি, সাধারন সম্পাদক মোজাম্মেল হক মাজু, জসিম উদ্দিন, মো: বাসেক, মো: রিয়াদ। বক্তারা বলেন, বঙ্গবন্ধু’র জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না। স্বাধীনতার পরাজিত শক্তি বিএনপি- জামাত জোটের চক্রান্তে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। তারই অংশ হিসেবে ২১ আগষ্ট শেখ হাসিনার জন সমাবেশে বোমা হামলা করে বঙ্গবন্ধু’র পরিবার ও আওয়ামীলীগকে নিশ্চিন্ন করতে এ হামলা চালায়। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার
জন্য জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।