সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ-
চট্টগ্রামের পটিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুইজমকে গ্রেপ্তার করেছে। জানা যায়, গত ১৮ জুলাই খুলনা থেকে কক্সবাজার এসে ইয়াবা নিতে এসে ৪,৫০০ পিস ইয়াবা সহ চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক চন্দনাইশে গ্রেফতার ৯ জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শকসাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ৯ আগষ্ট চন্দনাইশ থানাধীন বাগিচা হাট থেকে সকালে দুই জন মাদক পাচারকারী আটক করেছে। তারা হলেন
সোনাডাঙা খুলনা সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের বাসিন্দা মাদক পাচারকারী মোঃ নুর আলী মোড়ল (৫০) এবং মোঃ শিহাবুল ইসলাম সিজান (২০) কে ইয়াবা সহ গ্রেফতার করা হয়। তারা চট্টগ্রাম শহর হয়ে খুলনা ইয়াবাগুলো পাচার করবে বলে জানায়। তারা ইতোপূর্বেও একইভাবে ইয়াবা পাচার করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করে। আসামী-(১) মোঃ নুর আলী মোড়ল (৫০), পিতাঃ মৃত আব্দুল হামিদ মোড়ল, মাতাঃ রাবেয়া বেগম, এবং আসামী-(২) শিহাবুল ইসলাম সিজান (২০), পিতাঃ মোঃ নুরুন্নবী মোড়ল, মাতাঃ পাপড়ী বেগম; উভয় সাংঃ ২৫২ শেরে বাংলা রোড, করিম মঞ্জিল, ময়লা পোতা মোড়, ওয়ার্ড নং-১৯, খুলনা সিটি কর্পোরেশন, থানাঃ সোনাডাঙা, জেলাঃ খুলনা। তাদের যথাক্রমে ২,০০০ ও ২,৫০০ পিস ইয়াবাসহ মোট ৪,৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয় বলে পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম জানান।