পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-
চট্টগ্রামের পটিয়ায় সবুজ ছায়া স্পোটিং ক্লাবের উদ্যােগে ১৭ নভেম্বর শুক্রবার রাতে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে তৃতীয়বারের মতন মীর আবুল হোসেন মাষ্টার অলিম্পিক অল নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ ছায়া স্পোটিং ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি হাজী শহিদুজ্জান। এতে উদ্বোধক ছিলেন বেসরকারি কারা পরিষদর্শক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সদস্য আবদুল হান্নান চৌধুরী লিটন, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা কৃষকলীগের আহবায়ক বিশিষ্ট সমাজ সেবক
সৈয়দ নুরুল আবছার, প্রধান বক্তা ছিলেন পটিয়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোফরান রানা, বিশেষ অতিথি ছিলেন
৫নং ওয়ার্ড কাউন্সিলর মো: জসিম উদ্দিন, উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য পুলক চৌধুরী, হাজী নুরুল করিম, আমির খসরু খলিল ভান্ডারী, পটিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, বোরহান উদ্দিন, আলমগীর আলম, কাজী সোহেল, শাহরিয়ার শাজাহান, শিশু সংগঠক মীর এরশাদুর রহমানসহ সবুজ ছায়া স্পোটিং ক্লাবের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত টুর্নামেন্ট ২০ টি দল অংশ গ্রহণ করে।