পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।
চট্টগ্রামের পটিয়ায় সাংবাদিক আব্দুল্লাহ আল নোমানের পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে দুবৃর্ত্তদের বিরুদ্ধে। নতুন বাসভবন নির্মাণ করতে গেলে জাহাঙ্গীর আলম, আবদুল বায়েছ ও ফরিদসহ বেশ কয়েকজন বাঁধা দেয় এবং চাঁদা না দিলে কোন স্থাপনা করতে দিবেন না বলে ভয়ভীতি দেখায়।
মঙ্গলবার দুপুরে পটিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক আব্দুল্লাহ আল নোমান। তিনি এসময় কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, চাঁদাবাজ চক্রটির বিরুদ্ধে দায়েরকৃত মামলা তুলে নিতে প্রতিনিয়ত সপরিবারে হত্যার হুমকি দিচ্ছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল্লাহ আল নোমান বলেন, পটিয়া পৌরসভার গোবিন্দারখীল এলাকার মোঃ বদিউল আলম বাবুলের কাছ থেকে
১১৫ শতাংশ জমি কিনে নামজারী করে পৌরসভা থেকে বাড়ি নির্মাণের অনুমোদন নিয়ে কাজ শুরু করি।
২০ সেপ্টেম্বর কয়েক জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে নির্মানাধীন ভবনের সামনে গিয়ে মহড়া দেয়। তারা আমাকে খুঁজতে থাকে। একপর্যায়ে আমাকে বলেন, এখানে বাড়ি করবি, চাঁদা দিবি না,তা কেমনি হয়। মেরে জায়গার মধ্যে পুঁতে দিব। এসময় আমাকে মারধর করতে উদ্যত হন।
আব্দুল্লাহ আল নোমান বলেন, হুমকিদাতারা
আমার নির্মাণকৃত জায়গা আমমোক্তারনামায় মালিক দাবি করে তার বিপরীতে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় আমি বাদি হয়ে জাহাঙ্গীর আলম, আবদুল বায়েছ, ফরিদ আহমেদ সহ অজ্ঞাত আরো ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে সিআর মামলা ৫৯৮/২৩ দায়ের করি। আদালত মামলাটি সরাসরি আমলে নিয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে এফআইআর হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য পটিয়া থানাকে নির্দেশ দেন। এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রিটন সরকার জানান, আদালতের নির্দেশে মামলাটি এফআইআরের কাজ চলমান রয়েছে। এফআইআর শেষে আসামীদের গ্রেফতারে মামলার তদন্তকারী কর্মকর্তা কাজ করবেন।