পটুয়াখালী প্রতিনিধি শম্ভু সাহা:
বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি এই শ্লোগান কে সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উৎযাপন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগষ্ট শনিবার সকাল ১০ টায় পটুয়াখালী জেলা প্রশাসক দরকার হলে মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য সপ্তাহ উৎযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী,সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ, সাবেক সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল, মোঃ জাকির হোসেন, সহসভাপতি সোহরাব হোসেন, সাংবাদিক মুজাহিদুল ইসলাম প্রিন্স,আবদুস সালাম আরিফ। এ আলোচনা সভায় দেশের মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ সমূহ এবং সমস্যা সমাধান বিষয়ক বিশদ আলোচনা করা হয়।