পটুয়াখালী প্রতিনিধি শম্ভু সাহাঃ
দীর্ঘ ৮ বছর ৪ মাস পর পটুয়াখালী জেলা যুবলীগের আহবায়ক কমিটির বর্ধিত সভা ব্যাপক সমাগম ও শান্তিপুর্ন পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ ১০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে জেলা যুবলীগের আহবায়ক কমিটির আহবায়ক এড. আরিফুজ্জামান রনি এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এড.মো. শহিদুল ইসলাম শহীদের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেনবাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বদি। প্রধান বক্তা ছিলেন বরিশাল বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ড. শামীম আল সাইফুল সোহাগ৷ উপ কমিটির (বিজ্ঞান ও প্রযুক্তি) সম্পাদক রাসেদুল হাসান সুপ্ত, সহ- সম্পাদক মো. মামুন আজাদ। আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবলীগের সদস্য বিকাশ চন্দ্র হাওলাদার, মো. হুমায়ুন কবির, মো. জহিরুল ইসলাম সরদার, এম নয়ন মিয়া নয়ন, মাকছুদুর রহমান, সাইদুর রহমান আবির, এড. এম ফেরদৌস আল বশির আসিফ, মো. ছাবের আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে পটুয়াখালী জেলা যুবলীগের সকল উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন স্তরের হাজার হাজার নেতা-কর্মীরা সভাস্থলের বাহিরপ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি এ্যাড. আরিফুজ্জামান রনিকে আহবায়ক ও এ্যাড. শহীদুল ইসলাম শহীদকে যুগ্ন আহবায়ক করে ২৯ সদস্য বিশিস্ট কমিটিকে ৯০ দিনের মধ্যে সকল ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার সম্মেলন পূর্বক জেলা সম্মেলন করার নির্দেশ দিয়েছিলেন তৎসময়ের কেন্দ্রীয় কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারন সম্পাদক হারুন অর রশীদ। দীর্ঘ ৮ বছর ৪ মাস ১০দিন পর এ আহবায়ক কমিটির বর্ধিত সভায় অধিকাংশ নেতা- কর্মীদপর অন্যতম শ্লোগান ছিলো জেলা যুবলীগের নতুন নেতৃত্ব চাই, দিতে হবে প্রভৃতি। বর্ধিত সভায় আগামীদিনে জেলা যুবলীগের নেতৃত্ব পত্যাশী বর্তমান যুবলীগের আহবায়ক কমিটির ১ নম্বর সদস্য এড. মো. হাফিজুর রহমান হাফিজ, ৪ নম্বর সদস্য মো. রেজাউল করিম সোয়েব, মো. জামাল হোসেন, আক্তারুজ্জানান সুজনসহ অন্যান্য নপতৃবৃন্দ। সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশ্ব মানবতার নেত্রী, উন্নয়নের ভ্যানগার্ড প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য দক্ষিনাঞ্চলে যুবলীগের সাংগঠনিক শক্তিবৃদ্ধি করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।