পটুয়াখালী প্রতিদিন শম্ভু সাহাঃ
কোরবানী উপলক্ষে গরীব মানুষের জন্য ঢাকাস্থ রেডক্রিসেন্টের দেয়া ৬০০ কেজি গোশত পচন ধরায় তা ডাম্পিং করছেন কয়েক জন শ্রমিক। জানাগেছে পচন ধরা গোশত’র পরিমান গরু কিনে গরীব মানুষের মাঝে বিতরনের নির্দেশ দিয়েছেন রেডক্রিসেন্ট ঢাকা ইউনিটের কর্তৃপক্ষ। উল্লেখ্য, উক্ত গোশত এর টাকা তুর্কিস্থ রেড ক্রিসেন্ট ঢাকা ইউনিটকে দিয়েছিল জানান পটুয়াখালী ইউনিটের জনৈক কর্মকর্তা। এ গোশত পচন ঘটনায় রেড ক্রিসেন্ট পটুয়াখালী ইউনিটের একাধিক আজীবন সদস্য তীব্র নিন্দা জানিয়েছেন।