পটুয়াখালী প্রতিনিধি শম্ভু সাহাঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ৬ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল জব্দ করেছে পায়রা বন্দর নৌ পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাবনাবাদ নদী মেহানায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। এসব জালের আনুমানিক বাজার মূল্য ৬ লাখ টাকা। তবে এ সময় কোন জেলেকে আটক করতে পারেনি পুলিশ।
পরে রাত ৮টার দিকে এসব জাল কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে বালিয়াতলী সেতুসংলগ্ন এলাকায় বসে পুড়িয়ে ফেলা হয়।
পয়রা বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে। নিষেধাজ্ঞাকালীন সময়ে অবৈধ জেলেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।