শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:২০ অপরাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে সহকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৯ জন অসৎ অবলম্বনকারী পরীক্ষার্থীকে গ্রেফতার ২৯ তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের আজ চতুর্থ দিন পটিয়ার খরনা ইউনিয়ন জাতীয় পার্টি কর্মী সভায় নতুন কমিটি ঘোষণা ।। আহবায়ক বাবুল সচিব নাছির  বরগুনায় ”নারীর জন্য বিনোয়োগ, সহিংসতা প্রতিরোধ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঝিকরগাছার পল্লীতে রাতের আধারে দুর্বৃত্ত দ্বারা দুই বিঘা পেঁপে বাগান কর্তন মধুপুরে ৪ জনকে গাছের সাথে বেঁধে নির্যাতনের ঘটনায় আদালতে মামলা নয় হাজার ভোট পিটাইয়া দেবো প্রকাশিত সংবাদের প্রতিবাদে কালকিনিতে সংবাদ সম্মেলন কালিহাতীতে বৈষ্ণব সেবা অনুষ্ঠিত বাংলাদেশ প্রেসক্লাব রাণীশংকৈল শাখার সৌজন্য সাক্ষাৎ সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমদাদুল হক। চট্টগ্রাম- ১২ পটিয়া আসনের এমপি প্রার্থী শিল্পপতি এম আলী- পরিবর্তন ও সুশাসন নিশ্চিত আধুনিক পটিয়া গড়ার অঙ্গিকার নীলফামারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ কাপাসিয়ায় ইউএনও গোলাম মোর্শেদ খানের বিদায় সংবর্ধনা রামপালে সংসদ নির্বাচন উপলক্ষে আ’লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত চৌদ্দগ্রাম থানায় ৫২ কেজি গাঁজা ও ০১টি মিনি কাভার্ডভ্যানসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভারতরত্ন, বাবা সাহেব, ডক্টর বি আর আম্বেদকরের প্রয়াণ দিবসে,, কম্বল বিতরণ করলেন।। আমতলীতে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত ইসলামপুরে আগের মতো ঘোরে না কুমারদের চাকা গাজীপুর সদরে বাড়ি-ভাড়া প্রসঙ্গে শিল্প পুলিশের মতবিনিময় সভা গাজীপুরে শিল্পকলার গণজাগরণের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত =========== স্বামীর স্বীকারোক্তিতে ১১দিন পর পুঁতে রাখা স্ত্রীর লাশ উদ্ধার আমতলীতে দেশীয় অস্ত্র সহ দুই ডাকাত গ্রেফতার আ’লীগ সরকার এমন কোন কাজ করেনি যাতে জনগণ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিবে-সিটি মেয়র খালেক আমতলীতে আইন-শৃঙ্খলা, সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত ১১ তম বাংলাদেশ বইমেলার শুভ সূচনা হলো,, কলকাতার কলেজ স্কোয়ার প্রাঙ্গণে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে বিনামূল্যে সার বীজ বিতরণ ভালুকায় আলমগীর হোসেন সোহেলের উদ্যোগে শেখ ফজলুল হক মনির জন্মদিনে দোয়া ও মিলাদ রাণীনগরে শেখ মনির ৮৫তম জন্মদিন পালিত মাদারীপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী তাহমিনাকে তলব করেছে আদালত আমতলীতে ইজিপিপি’র অর্থায়নে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম শুরু চৌদ্দগ্রামে এক দফা দাবি আদায়ের অবরোধ -অবরোধ সমর্থনে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন সহ মিছিল অনুষ্ঠিত
নিয়োগ বিজ্ঞপ্তি:

পটুয়াখালীর গলাচিপায় জমি জাল-জালিয়াতি, বিজ্ঞ আদালতে মামলা তদন্ত পিবিআইতেে

পটুয়াখালী প্রতিনিধি শম্ভু সাহাঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে চর-কপাল পাড়ার মৌজার জমি জাল-জালিয়াতি করে ভূয়া বন্দোবস্ত মোকাদ্দমা করে দীর্ঘ দিন অন্নের জমি ভোগ দখল করার মহড়া করছে একদল জাল-জালিয়াতির সদস্যরা এমনটিই অভিযোগ করে। ১৫ জনকে আসামী করে বিজ্ঞ আদালতে মামলা করেছে দশমিনা উপজেলার মৃত হোসেন আলী হাওলাদরের ছেলে আঃ লতিফ আলী হাওলাদর।

মামলা সূত্রে জানাযায়, পটুয়াখালী বিজ্ঞ সাব জজ আাদালতের দেওয়ানী মোকাদ্দমা নং ৩৬/১৯৬৯ এর রায় ডিগ্রী বলে আঃ লতিফ আলীর পিতা হোসেন আলী জীবীত থাকা একালিন এবং মৃত্যর পরেও অন্যান্য অংশীদার সহ উক্ত বর্তমান বাংলা ১৪২৮ সালেও জমি দীর্ঘদিন যাবৎ চাষাবাদ করে ভোগ দখল করে আসছি। কিন্তু আসামীগন পরস্পর যোগসাজশে ভূমি অফিসের নথিপত্র জাল-জালিয়াতির আশ্রয় গ্রহন করে তফসীল বর্ণিত বন্দবস্ত কেস নং ১৮০৩ জি৫৯-৬০, বন্দবস্ত কেস নং ৪৯৩০ জি ৫৯-৬০, বন্দবস্ত কেস নং ৬৪৭ জি ৬০-৬১, ৬৮৯ জি ৬০-৬১, ৪৯৩৬ জি ৯-৬০, ৫১৭৬ জি ৫৯-৬০, ২৩২৬ জি ৫৯- ৬০, ৩৯৩৮ জি ৫৯-৬০ ৫৮৭৫ জি ৫৯৬০, ১২৮৭ জি ৫৯৬০, ১৪২৩ জি ৫৯- ৬০, ১১৩১ জি ৫৯-৬০ এবং ১৯৯৭ জি ৫৯-৬৯ দাগের জমি গুলো খাস জমি দেখিয়ে ততকালীন কিছু তহসিলদারদের স্বাক্ষর জাল করে মালিকানা দাবী করে ভোগদখল করে বলে স্থানীয় মৃতঃ আঃ মজিদের ছেলে আঃ আলী গাজী, মৃতঃ সোনে আলীর ছেলে মোঃ জহির, মৃতঃ মোঃ ধলু হাওলাদরের ছেলে ফয়জর হাওলাদর, মৃত কানাই শীলের ছেলে উত্তম কুমার শীল, মৃত ছামছু মোল্লার ছেলে ইদ্রিস মোল্লা, আঃ ছত্তার মৃধার ছেলে রহম আলী মৃধা, মোঃ বশির পণ্ডিতের ছেলে সোলেমান পণ্ডিত, মৃতঃ হাসেম আকনের ছেলে ওয়াজেদ আকন, মোঃ লাল মিয়া মৃধার ছেলে বাহাদুর মৃধা, মোঃ ফজর আলীর ছেলে রেজাউল, মোঃ নূরুইসলাম পণ্ডিতের ছেলে জাহাঙ্গীর পণ্ডিত, মৃতঃ মোহাম্মদ এর ছেলে ভূমী অফিসের বেসরকারি সহকারী ও হোন্ডা ড্রাইভার মোঃ আলাউদ্দিন, ফয়জর হাওলাদরের ছেলে হালেম হাওলাদর ও মৃতঃ ছিদ্দিকুর রহমান মাস্টারের ছেলে ভূট্ট’র বিরুদ্ধে
চরবিশ্বাস ইউনিয়ন ভূমী অফিরের সরকারী নথিপত্রে তৎকালীন তহসীলদারের স্বাক্ষর জাল-জালিয়াতির বিরুদ্ধে গত ১৬ সেপ্টেম্বর আঃ লতিফ আলী হাওলাদর গলাচিপা চিপজুডিশিয়াল ম্যাজিট্রেট আাদালতে ৪৬৭/ ৪৬৮/ ৪৭১/ ১০৯ ও ৩৪ ধারায় মামলা করলে, বিজ্ঞ আদালত মামলাটি পিবিআই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

উক্ত মামলায় জাল-জালিয়াতির বিষয়ে অভিযুক্তদের মুঠোফোনে একাধিক ব্যাক্তিদের কাছে জানতে চাইলে তারা এসকল জাল-জালিয়াতি করেনি বলে অস্বীকার করে।

এদিকে গলাচিপা উপজেলা ভূৃমী অফিসের সার্ভেয়ার মোঃ কামরুল ইসলাম এর কাছে কাগজের বিষয়ে জানতে চাইলে তিনি, পুরাতন নথি পত্র- দেখে জানান, অভিযুক্তরা সকল কিছু জাল-জালিয়াতি করেছেন বলে জানান। তিনি আরো বলেন, এদের বিরুদ্ধে আইনের আওতায় এনে কঠিন শাস্তি হওয়া প্রয়োজন বলে জানান।

গলাচিপা সহকারী কমিশনার (ভূৃমী) মোঃ নজরুল ইসলাম মুঠোফোনে জানান, গলাচিপা উপজেলায় অসংখ্য কেস ঝুলে আছে, যা দ্রুত সমাধান করে ভূক্তভোগীদের হয়রানী নিরাশন করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া জারা জাল-জালিয়াতি করে প্রতারণা করছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তি দেয়া প্রয়োজন বলে তিনি সু-পরামর্শ দেন এসময়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page