পরাণ মাঝি:
প্রকৃত সন্তান হতে চেয়েছি তোমার
আদর স্নেহ আর ভালোবাসা চেয়েছি পৃথিবীর
নিভৃত ছায়ার মায়ায় খুঁজেছি সোহাগ
জোছনায় ভিজতে ভিজতে হয়ে উঠেছি তার দাসানুদাস
এবেলা ওবেলা এপার ওপার করতে চেয়েছি উত্তাল নদী
দেদার বাতাসে ঘুড়ির মতো উড়ে উড়ে ছুঁতে চেয়েছি তার নীলাভ
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সারারাত জেগে
জীবন আর মৃত্যুর সাথে লড়াই করে নিরুপায় আমি
তার কাছে অসহ্য হতে চাইনি কখনো
মায়ের কাছে সন্তান যা চায়
আমিও তাই চেয়েছি
আমি পথিক আমার অপরাধ নিও না পৃথিবী
কপিরাইট — পরাণ মাঝি/