মোঃ আল আমিন সিংড়াঃ
পবিত্র ঈদ উল – আযহার শুভেচ্ছা জানিয়ছেন সিংড়া মডেল প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এস এম রাজু আহমেদ, তিনি আর্দশ বাবা, মায়ের গর্বিত ছেলে,তিমি ছোট বেলা থেকেই নৈতিক আর্দশে গড়ে উঠেছেন,যেমন তিনি সরলতা তেমন তার ব্যবহার, সিংড়ার বেশ পরিচিত যেন এই নাম, ছোট বড় সবাই তাকে ভালোবাসে। রাজু আহমেদ তার পক্ষো থেকে, তার ভালোবাসার মানুষ গুলোর পাশাপাশি সিংড়া উপজেলা সহ সকল দেশ বাসিকে জানিয়েছেন তার পক্ষ থোকে ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক।
তিনি আরো বলেন সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদ উল আযহার আগামী অফুরন্ত শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
তার পাশাপাশি আত্মশুদ্ধি ও আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করাই আমাদের কাম্য। পশু কোরবাণীর মাধ্যমে প্রত্যেকের মনে ত্যাগের মানসিকতা জাগ্রত হবে এবং পশুত্ব বিলীন হবে বলে আশা রাখছি। হিংসা বিদ্বেষ ও ধনী-গরীবের ভেদাভেদ ভুলে সবাই নিরাপদে ও সুস্থ্যতার সহিত ঈদ উদযাপন করবে বলে আমি দোয়া কামনা করছি। ঈদের পবিত্রতা ও ত্যাগের মহিমা ছড়িয়ে যাক প্রতিটি মানুষের প্রাণে। আসুন করোনা প্রতিরোধে অতিরিক্ত কেনাকাটা ও ঘুরাঘুরি পরিহার করে সকলে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলি এবং আল্লাহর কাছে বেশী বেশী দোয়া করার মাধ্যমে ঈদুল উল- আযহা উদযাপন করি’।