ফুলবাড়ীয়া ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ২নং পুটিজানাইউনিয়ন ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক রিফাত আহমেদ রিজভী ।
গতকাল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত আহমেদ রিজভীর নেতৃত্বে ইউনিয়নের বৈলাজান গ্রামের দরিদ্র কৃষক ভ্যান চালক আবু বক্কর সিদ্দিক এর ৪ কাঠা (২৬ শতাংশ) জমির ধান কেটে দিলেন। গতকাল বুধ বার সকাল থেকে সারাদিন ব্যাপী এ ধান কাটা হয়।
কৃষক আবু বকর সিদ্দিক বলেন, আমি গরিব মানুষ ৯শত টাকা কাঠা জমির ধান কাটতে পারছিলাম না, একথা জেনে ছাত্রলীগ নেতা রিজভী ও ওর সাথে অনেক ছাত্র এসে আমার ধান কাইটা দিছে, এতে আমি খুব খুশি হইছি, তা না হলে ধান কাটতেই পারতাম না।