মোঃ রিফাত আহমেদ রিজভীঃ
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “আলোর সন্ধানে যুব সংঘে”র উদ্যোগে ফ্রি করোনা ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২, জুলাই) ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের যমুনারপাড় নামক স্থানে সামাজিক এই সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে উক্ত ক্যাম্পেইন পরিচালিত হয়।
জানা যায়, “আলোর সন্ধানে যুব সংঘে”র এই অনানুষ্ঠানিক কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ যথাযথ স্বাস্থ্য বিধি মেনে অংশগ্রহণ করে এবং প্রথম দিনে প্রায় ২ শতাধিক নিবন্ধন কার্যক্রম করা সম্পন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক আবু তাহের সরকার, পরিচালক আলী হোসাইন প্রমুখ।
আবু তাহের সরকার বলেন, জন সচেতনতা বৃদ্ধি করতে আমরা ঈদ গাহ মাঠে ও রাস্তার মোড়ে মোড়ে প্রচারণা চালিয়েছি। আলহামদুলিল্লাহ ইতোমধ্যে বেশ সচেতনতা তৈরি হয়েছে। মানুষের যেকোনো কল্যাণ মূলক কাজে আমাদের সংগঠন সবসময় পাশে থাকবে।
আলী হোসাইন বলেন, সরকার বিনামূল্যে করোনা ভ্যাকসিন দিলেও গ্রামের মানুষের মাঝে সচেতনতা না থাকায় অনাগ্রহ দেখা যাচ্ছে। তাই আমরা আমাদের গ্রামের মানুষদেরকে সচেতন করতে ও ভ্যাক্সিন কার্যক্রম কে সহজ করতে বিনামূল্যে ভ্যাকসিন নিবন্ধন করে দিয়েছি।