কলকাতা প্রতিনিধি⭐ গৌতম দেবনাথঃ
বঙ্গযোদ্ধা সংগঠনের ডাকে গতকাল ও আজ টোটো প্রচার কর্মসূচির আয়োজন করা হয়েছে উক্ত প্রতিবাদ সভা আসানসোল মোর হয়ে সমগ্র বানপুর ইস্পাত নগরী হয়ে আসানসোল সরকারি বাস স্ট্যান্ডের কাছে শেষ হয় উক্ত প্রতিবাদ সভাতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের সভাপতি চন্দ্রশেখর দাস ও ছিলেন বঙ্গযোদ্ধা সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য অভিজিৎ দে ছিলেন বঙ্গযোদ্ধা সংগঠনের সমস্ত সহযোদ্ধারা প্রতিবাদের বিষয় ছিলো বাংলা ভাগের চক্রান্তকারীদের বিরুধ্যে প্রতিবাদ।