এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
৩ আগস্ট ২০২১ মঙ্গলবার বিকাল ৫ টায় যশোর সদর উপজেলার “বসুন্দিয়া প্রেসক্লাবের সদস্য দৈনিক “নতুনখবরের” খুলনা বিভাগীয় ব্যুরো চীফ এস এম খলিলুর রহমানের কর্তৃক দৈনিক “নতুনখবরের” স্টাফ রিপোর্টার মোঃ মতিন গাজীকে পরিচয় পত্র হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন বসুন্দিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ বাবুল আক্তার, সাধারণ সম্পাদক এম এ গণি খাঁন, দৈনিক “আমার দিগন্তরের” যশোর অভয়নগর উপজেলা প্রতিনিধি মোঃ ফয়সাল মাহমুদ, ক্ষিরক মাস্টার প্রমুখ।
পরিশেষে স্টাফ রিপোর্টার প্রতিনিধির বিগত দিনের কাজের সন্তুষ্টি প্রকাশ করে খুলনা বিভাগীয় ব্যুরো চীফ এস এম খলিলুর রহমান, পরিচয় পত্র সহ তার হাতে ডায়রি, কলম, তুলে দেন।