মোঃ আকাশউজ্জামান শেখ।
রামপাল-মোংলা, বাগেরহাট
প্রতিনিধি:
২৬ জানুয়ারি বুধবার খুলনা রুপসায় আবু হানিফা এতিমখানায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরন করেন খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মারুফ হোসাইন।
এসময়ে উপস্থিথ ছিলেন ছাত্রনেত সবুজ গাইন,মিঠুন মন্ডল,ইমরান হোসাইন, আল-আমিন, আবুজার, সুরাজ মন্ডল,জয় মন্ডল,নীহার শেখ,তন্ময় তরফদার,সাইমুম, অমিও প্রমূখ।
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মারুফ হোসাইন বলেন দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় মানবিক কাজ করে যায়। তারই ধারাবাহিকতায় খুলনাতে এতিমদের মাঋে শীতবস্ত্র বিতরন করে মানবতার সেবায় সবসময় নিজেকে নিয়জিত রাখতে চাই..।