রোকুনুজ্জামান খান:
গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় বিভিন্ন এনজিওকর্মিরা লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কিস্তি আদায় করার প্রতিবাদে রোববার ( ১১ জুলাই) সকাল ১১ টায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে মানববন্ধন করেছে গ্রাহকরা।
করোনার তৃতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে ধীরে ধীরে মৃতু ও আক্রান্তের হার বাড়তে থাকায় সরকার দেশজুড়ে কঠোর লকডাউন ঘোষণা করে। ফলে সরকারি-বেসরকারি অফিস-আদালত ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ করা হয় ।
ফলে সাধাণ খেটে খাওয়া হতদরিদ্র দিন মজুর ছোট খাটো ব্যবসায়ীদের আয়-রোজগার বন্ধ হয়ে যায় অনেক মানুষের। এমন পরিস্থিতিতে বাঘের বাজার আম্বালা ফাউন্ডেশন নামের এনজিও প্রতিষ্ঠানের কর্মীরা ঋণের কিস্তি জন্য চাপ প্রয়োগ করে ঋণগ্রহীতাদের উপর।
মানববন্ধনে ঋণগ্রহীতারা বলেন, করোনার সংক্রমণ মোকাবিলায় সরকারঘোষিত লকডাউনে আমরা কর্মহীন হয়ে পড়ি, আয়-রোজগার হারিয়ে অভাব-অনটনে বিপর্যস্ত দিন কাটছে। তার সঙ্গে এনজিও ও ঋণের কিস্তি আদায়ে যেভাবে চাপ দিয়ে যাচ্ছে আমাদের আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না। এবং আমাদের কে খাদ্য সামগ্রী দিতে হবে। সেই সঙ্গে নগদ অর্থ ও চিকিৎসাসেবা দেওয়ার দাবি জানান সরকারের কাছে।