সাফিউল ইসলাম রকি:
ভয়াবহ বন্যার কবলে শাহ্-জালাল- এর পূর্ণভূমি (সিলেট)! হাজার হাজার ঘরবাড়ি তলিয়ে গিয়েছে পানির নিচে।
বন্যা কবলিত সিলেটকে জরুরী ভিত্তিতে ‘জরুরি দুর্যোগপূর্ণ এলাকা’ ঘোষণা করে জরুরি ত্রাণ ও প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এলাকার জনসাধারণ ।
পাশাপাশি মানবিক কারণেই জলাবদ্ধ শাহ্-জালাল ভুমির নাগরিকদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরও নৈতিক দায়িত্ব বলে মনে করছি।
সেইসাথে পাহাড়ি ঢলের এই পানি কোথা থেকে এলো, সে ব্যাপারেও সজাগ সচেতন হতে হবে সবাইকে।