আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
কুলি মজদুর ইউনিয়ন কাকরাইদ আঞ্চলিক শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিএডিসি সারগুদাম এলাকায় এই শাখার উদ্বোধন করেন মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান। এতে সভাপতিত্ব করেন অরণখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইমাম মিন্টু। উদ্বোধনী বক্তব্য দেন মধুপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এডভোকেট ইয়াকুব আলী। প্রধান অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরমেয়র সিদ্দিক হোসেন খান। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কুলি মজদুর ইউনিয়ন কাকরাইদ আঞ্চলিক শাখার সভাপতি নাগর আলী, সাধারণ সম্পাদক আব্দুল জলিল । এসময় কুলি মজদুর ইউনিয়নের সকল নেতা কর্মীগন উপস্হিত ছিলেন।