আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
বিষাক্ত সাপের কামড়ে সাদিয়া আক্তার সাথী (১২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরীবাইদ ইউনিয়নের দক্ষিণ জাঙ্গালীয়া গ্রামে।
মাদরাসার পরিচালক মনিরুজ্জামান জানান, করোনার কারনে আমাদের মাদরাসা বন্ধ। তাই মাদরাসায় আমি পরিবার পরিজন নিয়েই থাকি। বৃহস্পতিবার বিকেলে আমাদরে প্রতিবেশী ও মাদরাসার মিজান জামাতের শিক্ষার্থী সাদিয়া আক্তার সাথি ও কানিজ ফাতেমা আমাদের বাসায় আসে। তারা সকালে ফজর নামায ও কোরআন পড়েছেন। সকাল ছয়টার দিকে বাড়ি যাওয়ার সময় সাদিয়া জানায়, তার পায়ে সাপে কামড় দিয়েছে। এ সময় মেডাম মাইমুনা আক্তার মুন্নী দড়ি দিয়ে পা বেঁধে সাদিয়াদের বাড়িতে পাঠিয়ে দেয়। পরে সাদিয়ার বাড়ির লোকজন তাকে প্রথমে ওঝার কাছে নিয়ে যান। সেখানে ঝাড়ফুক দেওয়া হয়। এতে সাদিয়ার উন্নতি না হলে নেওয়া হয় মধুপুর হাসপাতালে। হাসপাতালের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে সাদিয়াকে মৃত ঘোষণা করেন।