আঃহামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের চাড়ালজানীতে মন্দির কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ আগস্ট) সকালে নিত্যানন্দ দের সভাপতিত্বে ও শুভ চৌহান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মধুপুর সরকারী কলেজ এর সাবেক অধ্যাপক বাবু স্নেহময় গুহ নিয়োগী, শ্রী বাবুল কুমার চক্রবর্তী, রানা গুহ নিয়োগী, মিলন রায়,প্রলয় সাহা, সুব্রত দত্ত,বিশ্বজিৎ দে,শংকর গৌর( ১),প্রমুখ, চাড়ালজানী মন্দির কমিটি ও সকল সদস্য বৃন্দ এ প্রার্থনার আয়োজন করেন।
এসময় মধুপুর কলেজ এর সাবেক অধ্যাপক বাবু স্নেহময় গুহ নিয়োগী বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার মহানায়ক। কিন্তু স্বাধীনতা বিরোধীরা স্বপরিবারে তাঁকে হত্যা করেছে। এটি ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায়।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল শহীদ ও ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর পরিবারের শাহাদাতবরণকারীদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।