মোঃ তরিকুল ইসলাম,মাগুরা প্রতিনিধিঃ
মহম্মদপুর উপজেলার বিনোদপুর বি, কে, মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকাল ৯ টা থেকে শুরু হয়েছে গণটিকাদান কার্যক্রম। লম্বা লাইনে দাড়িয়ে নারী-পুরুষ সকলের টিকাদান কেন্দ্রে টিকা নিতে এসেছেন।
দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রমের অংশ হিসেবে মহম্মদপুর উপজেলার বিনোদপুর বি, কে মাধ্যমিক বিদ্যালয় টিকা কেন্দ্রে ৪ টি বুথ স্থাপন করে টিকাদান চলছে।একাজে পুলিশের পাশাপাশি আনসার সদস্য গণ
সাধারণ মানুষকে সহযোগীতা করছেন। মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল,সহকারি কমিশনার (ভূমি) জনাব মোঃ দবির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মকছেদুল মোমিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা টিকাদান কর্মসূচি মনিটরিং করছেন।