মোঃ তরিকুল ইসলাম,মাগুরা প্রতিনিধিঃ
মাগুরায় সদর উপজেলার গোয়ালবাথান গ্রামে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমরান হোসেন (২৭) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত ইমরান গোয়ালবাথান বাজারের ব্যবসায়ী জহুরুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ২ টার দিকে ইমরান তার ঘরে থাকা মাল্টিপ্লাগ নিজের ব্যবহৃত মোবাইল ফোন চার্জ দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে পড়েন। ঘটনার পর গুরুতর অসুস্থ্য ইমরানকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।