মোঃ তরিকুল ইসলাম,মাগুরা প্রতিনিধিঃ
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলাৱ সদর ইউনিয়নের সূর্যকুণ্ডু গ্রামে জমির সীমানা বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারী পুরুষ সহ অন্তত ২০ জন আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সূর্যকুন্ডু গ্রামের মালেক শেখ ও আলী আফজালের পরিবারের মধ্যে সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
শনিবার দুপুরে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের সমর্থকেরা লাঠি সোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়।
আহতদের মধ্যে রাজিয়া (৩০), রওশনারা (৫০), আব্দুল্লাহ (২৯), সোহরাব শেখ (৪৫), শফিকুল (৩৮), রুমি বেগম (১৯), ইউনুচ (৩৭) , ইউসুব (৩৭), আরজিনা (১৮), আবু বক্কার (৫০), আজিত ফকির (৪২) ইব্রাহিম (২০) ও রহমান শেখ (২৮) কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মহম্মদপুর থানার ওসি নাসির উদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের চারজনকে আটক করেন।