মোঃ তরিকুল ইসলাম,মাগুরা প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলায় পানিতে ডুবে আহাদ মোল্লা (৪২) নামে এক যুবকেরে মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোঃ আহাদ মোল্লা খালিয়া গ্রামের মৃত মোঃ গোলেবারের মেঝো ছেলে।
স্থানীয়রা জানায়, আজ রবিবার দুপুরে বাড়ির পাশে মসজিদে নামাজ পরতে গিয়ে আর ফিরে আসে নাই। পরে অনেক খোঁজা খুঁজিরপরে বিকাল ৬ঘটিকার সময় পুকুর পারে পায়ের স্যান্ডেল দেখে তল্লাশির পর তার লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়। এছাড়া সে মৃগী রোগে আক্রান্ত এবং প্রতিবন্ধী ছিলো বলে জানা যায়।
মহম্মদপুর থানার ওসি নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর কোনো অভিযোগ না থাকায় দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।