সেলিম চৌধুরী স্টাফ রিপোর্টারঃ- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিয়ান চালিয়ে ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক কে গ্রেপ্তার করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুএে জানাযায় ১৩/০৭/২০২১ তারিখ ৭,৫০০ পিস ইয়াবা সহ চট্টগ্রামের চন্দনাইশে ০২ জন মিয়ানমার নাগরিক (রোহিঙ্গা) গ্রেফতার করে চট্টগ্রাম জেলা কার্যালয়, মামলা দায়ের করেন। সুএে জানাযায়,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৩ জুলাই মঙ্গলবার বিকাল প্রায় ০৬ঃ০০ ঘটিকায় চন্দনাইশ থানাধীন গাছবাড়িয়া খান হাটস্থ এলাকা থেকে চট্টগ্রাম মেট্রোতে পাচারকালে ৭,৫০০ (সাত হাজার পাঁচশত) পিস ইয়াবা সহ০২জন পাচারকারীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় ০২ টি মাদক মামলা দায়ের করা হয়। তারা টেকনাফের লেদা ক্যাম্পে বসবাসরত মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী নাগরিক। তারা ইতিপূর্বেও ইয়াবা পাচার করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করে। আসামী (১) মোঃ শরীফ (২৪), পিতাঃ মৃত অাব্দুল হাকিম, মাতাঃ মরিয়ম বেগম, সাংঃ লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প (টাওয়ারের পার্শ্বে), ব্লক -সি, শেড নং-১৪১, হেড মাঝিঃ ফয়েজ মুরুব্বি, চেয়ারম্যান-আলম, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার। তাকে ৪,৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে চন্দনাইশ থানায় মামলা দায়ের হয়।
এবংআসামী (২) মোঃ বাবুল মিয়া (২৫), পিতাঃ সুলতান প্রকাশ কালা মিয়া, মাতাঃ মৃত ফাতেমা খাতুন, সাংঃ লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প, ব্লক -বি, শেড নং-৩৩৬(বাগান), মেম্বারঃ নুরুল বশর, চেয়ারম্যান- মোহাম্মদ আলম, লেদা টাওয়ার, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার। তাকে ৩,০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে চন্দনাইশ থানায় মামলা দায়ের হয়।