শাহানাজ পারভীনঃ চট্টগ্রামঃ-
চট্টগ্রাম জেলার মিরসরাই থানার ১৩নং মায়ানীইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কবির আহম্মেদ নিজামী এর নিদের্শনা ১৩নং মায়ানী ইউনিয়ন থেকে খেবার হাট পযর্ন্ত বৃক্ষরোপণের পূর্ণ পরিচর্যা সংস্কার করেন, ইউনিয়নের ছাএলীগ কর্মী।
উল্লেখ্য,এইযে ১৩ নং ইউনিয়ন ছাএলীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন (রিয়াদ) এর নেতৃত্বে প্রায় ৩কিলোমিটার বৃক্ষপরিচর্যাসংস্কার করেন।
ইউনিয়ন ছাএলীগের কর্মী মেজবা উদ্দিন গনমাধ্যমে জানান, আমাদেরকে মিরসরাইয়েরআগামীভবিষ্যৎ কান্ডারী অভিবাবক আইটি বিশেষজ্ঞ,জনাব মাহাবুবর রহমান (রুহেল)ভাইয়ের দেয়া চারা গাছ ৩কিলোমিটার রোপন করি,২০১৯সনে।
আজ ১০জুলাই সকাল ৯.00 থেকে আমাদের ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান জনাব কবির আহম্মেদ নিজামী সাহেবের নিদের্শনা ও ইউনিয়ন ছাএলীগের সাধারণ সম্পাদক জনাব মাঈন উদ্দিনের নেতৃত্বে আমরা ছাএলীগ কর্মীদের কে নিয়ে এই বৃক্ষপরিচর্যা পূর্ণ সংস্কার কার্যক্রম শুরু করি। ছাএলীগ সদস্য, ইউনুস, সাকিব, সাজ্জাদ, মো:রবিন, মাঈন উদ্দিন,মাহিম,মেহেদি বোরহান,আহসান,আরাফাত, মহিউদ্দিন,মান্না,মোহাম্মদ সহ আরো অনেক ছাএলীগ কর্মী ছিলেন।