কলমে, মোস্তফা আল রাজীবঃ
মুজিব তুমি শোক
মুজিব তুমি শক্তি
মুজিব তুমি সাহস
মুজিব তুমি ভক্তি
মুজিব তোমাকে পেয়েছি
মুজিব তোমাকে হারিয়েছি
মুজিব তোমাকে দেখেছি
মুজিব তোমাকে চিনেছি
তোমার জন্য নিজেরে ভুলেছি
তোমার জন্য যুদ্ধ লড়েছি
তোমার জন্য মৃত্যুকে মোরা
হাসিমুখে বরণ করেছি।
মুজিব তোমার শোক
হবে মোদের হাতিয়ার
মুজিবের সোনার বাংলা
এটা মোদের অঙ্গীকার।