মোঃ ফরহাদ মিয়া, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জে অগাস্ট মাসব্যাপী কর্মসূচির সূচনা করেছেন পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।
শোকের মাস অগাস্টের প্রথম প্রহর ১২টা ০১ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন, নিরবতা পালন ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, মুন্সীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মু. সোহেল রানা, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. খাইরুল ইসলাম, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আবু সাত্তার মুন্সী, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন সাগরসহ জেলার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।