মোঃ ফরহাদ মিয়া,মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১২ বোতল দেশীয় মদসহ গ্রেফতার করে দুইজনকে ডিবি পুলিশ।
গত মঙ্গলবার রাত ১০টায় মুন্সীগঞ্জের ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া টংগীবাড়ী থানাধীন উত্তর বেতকা সাকিনস্থ বেতকা ব্রিজের ঢালে মনি সুপার মার্কেটের উদায়ন ফার্মেসী নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর পিতা- মৃত শহজাহানের ছেলে মােঃ আসরাফ(৩৭)ও পিতা – আঃ মান্নানের ছেলে মােঃ কাওসার ওরফে সবুজ (৩০) উভয়ের কাজ থেকে ১২
বােতল দেশীয় চোলাই মদ উদ্ধারপূবর্ক উক্ত আসামীদ্বয়কে গ্রেফতার করে।
মুন্সীগঞ্জ ডিবি পুলিশ অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ পিপিএম জানান, দুু’জন আসামীর কাজ থেকে ১২ বোতল দেশীয় মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে টংগীবাড়ী থানায় এজাহার দায়ের করা হয়েছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।