মোঃ ফরহাদ মিয়া,মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জের ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৫ পিস ইয়াবা ট্যবলেটসহ এক জনকে গ্রেপ্তার করে।
শনিবার দুপুর সাড়ে ১২ টা দিকে মুন্সীগঞ্জ থানাধীন গোয়ালগুন্নি সবুজবাগ এলাকায় হারুন অর রশিদ মোল্লার ছেলে মোঃ হযরত আলী ওরফে হৃদয় মোল্লা (৩০) এর বসত ঘরের সামনের ফাকা জায়গা হতে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।
মুন্সীগঞ্জ ডিবি অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ (পিপিএম) বলেন , আসামির বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। পূর্বে আসামির বিরুদ্ধে দুইটি মাদক মামলা রয়েছে।