মোঃ ফরহাদ মিয়া,মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জের ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেফতার করে।
গত সোমবার রাত ৯ টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ থানাধীন বণিক্যপাড়া এলাকার ইমরান হোসেনের বসত বাড়ির উত্তর পাশে পাকা রাস্তার উপর হইতে পিতা-মোঃ মাহাবুবের ছেলে মোঃ রনি (২৩) ,পিতা-মোঃ হানিফ মিয়া’র ছেলে জোবায়ের হাসান রিয়াদ (২২) উভয়ের কাজ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
মুন্সীগঞ্জ ডিবি অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ (পিপিএম) বলেন , আসামির বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এবং আসামিদের কে কোর্টে প্রেরণ করা হয়েছে। পূর্বে আসামি মোঃ রনি এর বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় ১টি মাদক মামলা রয়েছে।