মোঃ খোরশেদ আলম ব্যুরো প্রধান:
২২ আগষ্ট মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় কুমিল্লা জেলার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৫নং জোড়কানন ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে স্বগত বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো শাহজাহান, প্যানেল চেয়ারম্যান মো জামাল হোসেন, ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো মাহফুজুল হক,৫নং জোড়কানন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল মালেক, ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম আবদুল করিম, ইউপি সচিব মাসিকুর রহমান মাসুক, নব নির্বাচিত চেয়ারম্যান মো হাসমত উল্লাহ নতুন ভাবে দায়িত্ব গ্রহণ করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা সকলে আমাকে তৃতীয় বারের জন্য এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করেছেন, পূর্বের মত এবারও ইউনিয়ন পরিচালনায় সকলে সার্বিক সহযোগিতা করবেন। তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন, তাই আসুন আমরা সকলে মনমালিন্য ভুলে এক সাথে আওয়ামী লীগের বিজয়ের জন্য কাজ করি । আলোচনা শেষে মুনাজাত পরিচালনা করেন মাওলানা মাহফুজুর রহমান।