মোঃমহিউদ্দীন খাঁন মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার :মৌলভীবাজার সদরে বেশ কয়েকটি ইউনিয়নে করোনা ভাইরাস মারাত্মক রুপ ধারন করেছে । সম্প্রতি কামাল পুর ইউনিয়নে করোনাভাইরাস আক্রান্ত ও উপসর্গ নিয়ে বেশ কয়েক জন মারা গেছেন। গত ২১ জুলাই মজনু মিয়া সাহেব মারা যান তার একদিন আগে উনার ভাইয়ের বউ মারা যান।
কামাল পুর বাজার সংলগ্ন অমর চান সেন মারা যান। আইনি কতৃপক্ষ দ্বারা দুটো বাড়ি লকডাউন করে দেওয়া হয়। অমর চান সেনের বাসা সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠান সেন ষ্টোর ,প্রতিষ্টানটি খুলে রাখা হচ্ছে এ নিয়ে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কামাল পুর ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারি জনাব ইউসুফ আলী গভীর উদ্বেগ প্রকাশ করেছন । তিনি বলেন এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিতে লকডাউন টি পুরোপুরিভাবে কার্যকর করা একান্ত প্রয়োজন । তিনি আইন সৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।