মোঃমহিউদ্দীন খাঁন।মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান আজ মৌলভীবাজার পৌরসভা কর্তৃক আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ওরিয়েন্টেশন ক্লাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক জহির উদ্দিন আহমদ।
এ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে মৌলভীবাজার পৌরসভা আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি সহায়ক ভূমিকা রাখবে এবং প্রশিক্ষণ প্রাপ্তরা ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।