মোঃ মতিন গাজী,স্টাফ রিপোর্টারঃ
২১ আগস্ট ২০২১ শনিবার যশোরের অভয়নগর এক নারীকে ধর্ষণের অভিযোগে আরেক নারীকে আটক করেছেন অভয়নগর থানা পুলিশ সদস্যরা। ধর্ষিতা নারীর অভিযোগের ভিত্তিতে অভয়নগর থানা পুলিশ ওই নারীকে অভয়নগর এলাকা থেকে আটক করেন।
আটক শাহিনা আক্তার ওরফে শাহানাজ পারভিন খুলনা জেলার ফুলতলা উপজেলার যুগ্নিপাশা গ্রামের মৃত খোসদেল মোড়লের মেয়ে ও মৃত আব্দুস সালাম সিকদারের স্ত্রী। তাকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। শনিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা যায়, বাদী ও বাদীর চাচা টাকা পয়সা ধার দেনার বিষয় নিয়ে গত ১৮ আগস্ট আসামির বাড়িতে যায়। আসামি শাহিনা দরজা খুলে তাদেরকে বসতে দেন। কিছু সময়ের মধ্যে পাশের রুম থেকে ২জন যুবক সেখানে আসে। এরপর বাদী ও তার চাচাকে মাদক ব্যবসায়ী বলে আখ্যা দিয়ে মারপিট শুরু করে। এসময় তারা খুলনার আঞ্চলিক ভাষায় কথা বলছিল। তাদের একজনের হাতে হাতকড়া ও ২জনের মুখেই পুলিশের লোগো সংবলিত মাস্ক পরে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাদীকে তল্লাশির নামে পাশের ঘরে নিয়ে যায়। এসময় আসামি শাহিনা ওপাশ থেকে দরজা আটকে ভালো ভাবে তল্লাশি করার হুকুম দেয়। তল্লাশির নামে কাপড় খুলে ফেলে। এরপর অজ্ঞাত পরিচয়ের একব্যক্তির কাছে থাকা মোবাইল ফোনে তা ভিডিও করতে থাকে। একপর্যায়ে ওইব্যক্তি ধর্ষণ করে। পরে অজ্ঞাত আসামিরা বাদী ও বাদীর চাচাকে পাশাপাশি বসিয়ে তাদের জামা কাপড় খুলে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করেন।
এরপর ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসামি শাহিনাসহ অজ্ঞাতরা। অবশেষে ৩২ (শত) টাকা ছিনিয়ে নেয় ও বাকি টাকা না দিলে ওই সব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দেয়। পরবর্তীতে বাদী পরিবারের সাথে কথা বলে ২১ আগস্ট অভয়নগর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত আরোও ২ জনকে আসামি করা হয়েছে। মামলার পর পুলিশ আসামি শাহিনাকে আটক করেন এবং আদালতে সোপর্দ করে। বাকিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।