এস এম খলিলুর রহমান,যশোর ব্যুরো চীফঃ
শনিবার বিকাল ৫ টার দিকে যশোরের কেশবপুর উপজেলার মির্জা নগর গোপালপুর বাজারে অভিযান চালিয়ে মোঃ বদিউর রহমান (৫৪), নামের ১ জন যুবককে আটক করেছে যশোর র্যাব-৬ এর সদস্যরা। আটককৃত ওই যুবকের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১৩০ পিচ ইয়াবা মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মটর সাইকেলসহ তাকে আটক করা হয়।
আটক মোঃ বদিউর রহমান, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দিয়ারা গ্রামের মৃত মোঃ আতিয়ার রহমান, এর ছেলে বলে জানা যায়। এ সময়ে মাদক ব্যবসায়ী মোঃ বদিউর রহমানের কাছ থেকে ১ টি মোটরসাইকেল জব্দ করা হয়।
যশোর র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ শরীফুল আহসান, আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, ৪ জুন বিকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ১ জন মাদক ব্যবসায়ী মোটরসাইকেল যোগে ইয়াবা নিয়ে কেশবপুর মির্জা নগর থেকে গোপালপুর বাজার এলাকায় অবস্থান করছে। সে দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক দ্রব্য ব্যবসা করে আসছে।
এ সময় যশোর র্যাবের স্কোয়ারড কমান্ডার লেফটেনেন্ট কর্নেল এম এ সারোয়ার হুসাইন, সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ বদিউর রহমানকে আটক করেন। তার দেহ তল্লাশি করে ১৩০ পিচ ইয়াবা উদ্ধার করেন। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে কেশবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।